সেই তুমি লিরিক্স – আইয়ুব বাচ্চু

সেই তুমি লিরিক্স এই গানটি গেয়েছেন সবার প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। সেই তুমি গানের মাধ্যমে হাজার হাজার ভক্তের মন জয় করে নিয়েছিলেন। তিনি তার গানের মাধ্যমে বেঁচে থাকবে চিরকাল। যদিও তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন।

সেই তুমি লিরিক্স

নমস্কার! সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 🥰আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের টপিকে আপনাকে স্বাগত! উইকিং ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।

গানের তথ্য (সেই তুমি লিরিক্স) :

গানঃ সেই তুমি
গায়কঃ আইয়ুব বাচ্চু
লিরিক্সঃ আইয়ুব বাচ্চু

সেই তুমি কেন এত অচেনা হলে লিরিক্স

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।

ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই…
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

  Nutrient-Rich: Everyday to Eat 10 Healthy Foods

যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আশা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি

Best Foods to Eat When Sick

সেই তুমি লিরিক্স ভিডিও

Shei Tumi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top